সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাব বাজার এলাকার তিনটি বাড়ির ৩৫টি বসতঘর ৮টি দোকান , নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ( ২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্র্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন । ক্ষতিগ্রস্তরা হলেন- সাবেক মেম্বারনী মমতাজ বেগম, শফিকুল, হযরত আলী,ইমরান, আলমগীর, ইব্রাীম, শাহিনূর, তামান্না, আকাশ, সাথী,শান্তা, বাদল মিয়া, সাগর, আরমান, জামালসহ আরো অনেকে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, দুপুর পৌনে ২টার দিকে হযরত আলীর বাড়ির রান্না ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে তিনটি বাড়ির ৩৫টি বসতঘর ,৮টি দোকান,,রান্নাঘর, ভাড়াটিয়াদের চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আসবাবপত্র, নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।