সংবাদচর্চা রিপোর্ট:
জাতীয় নির্বাচনের আগে রূপগঞ্জের বাকী থাকা সড়ক নির্মানের কাজ গুলো দ্রুত সম্পর্ণ করার জন্য একনেক সভায় প্রায় ২৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২১ অক্টোবর জাতীয় সংসদে রূপগঞ্জের রাস্তা সংস্কারের জন্য গোলাম দস্তগীর গাজী সড়কপরিবহন ও সেতু মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেন। গোলাম দস্তগীর গাজীর দাবি উত্থাপনের একদিন পর গতকাল ২৩ অক্টোবর একনেক সভায় প্রধানমন্ত্রী এ অর্থ অনুমোদন দেন।
অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে রূপসী – হাটাব – কাঞ্চন চার লেন সড়ক নির্মাণ (৯. ৪৯ মিলিয়ন ডলার)। কাঞ্চন – ছনপাড়া ভায়া স্বর্নখালী বাজার – আতলাপুর বাজার টু ডাঙ্গা বাজার সড়ক ( ৪.৯৫ মিলিয়ন ডলার)। ৩. ডেমরা – রূপগঞ্জ – বেলদী কালীগঞ্জ সড়ক ও মুড়াপাড়া ফেরিঘাট টু ইছাপুরা সড়ক ( ৬.১২ মিলিয়ন ডলার) । ৪. ক. তারাব থেকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় দিয়ে রূপসী বাজার খ. গঙ্গানগর দাগার খাল – ঢাকা সিলেট মহাসড়ক গ. মহিষভিটা – উপজেলা সড়ক ঘ. বরপা – মহজমপুর সড়ক ( ২.৯৫ মিলিয়ন ডলার) ৫. তারাব পৌরসভার ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন ( ২.৪৪ মিলিয়ন ডলার)। ৬. কাঞ্চন পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ( ১.৭২ মিলিয়ন ডলার)।