সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয়ায়, পরিদর্শণ করেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এম.পি ।
শুক্রবার (৭ জুন) বিকেল ৪ টার দিকে ভূলতা ফ্লাইওভার পরিদর্শণ কালে তিনি জানান যে কোন সময় ভূলতা ফ্লাইওভার উদ্বোধন হতে পারে।
তিনি আরো বলেন, রূপগঞ্জের মানুষের স্বপ্নের ফ্লাইওভারটি আজ বাস্তবে দেখতে সাধারণ জনতার ঢল নেমেছে। উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে রূপগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষার ভূলতা ফ্লাইওভারটি।
প্রতি বছরই ঈদে মহাসড়কে অসহানীয় যানজটে দিশাহারা হয়ে যান সাধারণ মানুষ। তবে এবছর একটু ব্যতিক্রম। গত সোমবার (৩ জুন) ঈদযাত্রা যানজট মুক্তর জন্য ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা ফ্লাইওভারটি উদ্বোধনের আগেই খুলে দিয়েছেন সরকার। প্রথমবারের মতো প্রায় ফাঁকা ফ্লাইওভারটি দেখতে উৎসুক জনতার ঢল নেমেছে।
রূপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুয পায়ে হেঁটে ফ্লাইওভারের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন আর একজন আরেক জনের সাথে এ সরকারের উন্নয়নের কথা বলছে। তাদের মধ্যে ঈদের ঊৎসবের আমেজ দেখা গেছে।
সরেজমিনে দেখা যায় প্রায় সবাই নিজ মোবাইলের ক্যামেরায় ছবি তুলে রাখছেন। সেলফি তোলায় সবাইকে ব্যস্ত থাকতে দেখা গেছে। মুল নির্মাণ কাজ শেষ কিন্তু ধোয়ামোছা, রঙ, বিদ্যুতের বাতিলাগানোর কাজ বাকী রয়েছে।