আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের নর্দান ইউনিভার্সিটির শিক্ষকের মরদেহ উদ্বার

সংবাদচর্চা রিপোর্ট:

রাজউকের পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর রূপগঞ্জের গোবিন্দপুর এলাকা থেকে গতকাল ২৩ আগষ্ট বুধবার পুলিশনর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ উদ্বার করেছে। তিনি ফেনী জেলার সদর থানার ফগদী এলাকার আবুল কালামের ছেলে।আব্দুল্লাহ আল মামুন স্ত্রী নিয়ে রাজধানীর দক্ষিণখান থানার কাওলা এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছেন।
নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার জানান,নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগেরশিক্ষকআব্দুল্লাহ আল মামুন গত ২২ আগষ্ট মঙ্গলবার সকালে ভার্সিটিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। দুপর দুইটার দিকে সর্বশেষ স্ত্রী মোর্শেদা আক্তারের সাথে মোবাইল ফোনে কথা হয়। এর পর থেকে আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। খোঁজাখুঁজির পর না পেয়ে মঙ্গলবার রাতে স্ত্রী মোর্শেদা আক্তারের বড়ভাই দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।