আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের কোনো ঘটনায় আমাকে বরখাস্ত করা হয়নি

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৭ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

ওই আদেশে বলা হয়েছে, রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মো. রফিকুলের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগ রয়েছে। এই অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম সংবাদচর্চাকে বলেন, গতমাসে চিঠি পেয়েছি। রূপগঞ্জের কোনো ঘটনায় আমাকে সাময়িক বরখাস্ত করা হয়নি। রূপগঞ্জের বাইরের একটি ঘটনায় ভুল বোঝাবুজি হয়েছিলো। সেটা মিমাংসা হয়ে যাবে। আমি এখন রূপগঞ্জে দায়িত্ব পালন করছি।