সংবাদচর্চা ডটকম:
যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ।সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধাত নিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ।
বহিষ্কৃত ৬০ জন কূটনীতিকের মধ্যে ৪৮ জন রাশিয়া দূতাবাস এবং বাকি ১২ জন নিউ ইয়র্কে জাতিসংঘে কর্মরত আছেন। তাদের সাতদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪ মার্চ রাশিয়া সামরিক বাহিনীর ব্যবহৃত বিষাক্ত গ্যাস ব্যবহার করে এক ব্রিটিশ নাগরিক ও তার মেয়েকে হত্যার চেষ্টা করেছে। আমাদের মিত্রদেশ যুক্তরাজ্যে এই হামলা অসংখ্য নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে এবং হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।বিবিসি।