আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রুপগঞ্জে দর্শক মাতালেন জেমস।

 

স্টাফ রিপোর্টারঃ নারায়নগঞ্জের তারাব খালপাড় বিশ্বরোড এলাকায় রূপগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ৪৬ তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তারাব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন সারা বাংলা তথা উপমহাদেশের প্রখ্যাত শিল্পী নগর বাউল জেমস।ডাকের তালে তালে জেমস সংগীত পরিবেশন করলে হাজার হাজার দর্শকর গ্যালারিতে মুখ নেড়ে নেচে গেয়ে মেতে উঠে বিজলী বিজলী আওয়াজ তোলে।
গ্যালারিতে দেখা যায় যে এ যেন গানের তালে তালে কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে দর্শকের দুনিয়ার অন্য কোন দিকে নজর নেই।

বাংলার আরো জনপ্রিয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন সালমা,ইমরান ,নদী,জাহিন।

রূপগঞ্জের মাটিতে   নারায়নগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী  বীরপ্রতিক এর আমন্ত্রণে  এবারই প্রথম জেমস কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন। তার সমর্থকদের ব্যাপক অংশ গ্রহনে বিশাল মাঠের কানায় কানায় জনসমুদ্রে রূপ নেয়।সালমা যখন সংগীত পরিবেশন করেন তার সমর্থকরা  আমার বাড়ি বন্ধুর বাড়ি আওয়াজে গ্যালারি কাপিয়ে তোলেন।

এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী  বীরপ্রতিক ।এ সময় এমপি গাজী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশ ,নতুন প্রজন্মকে  সংগীত এবং বিনোদনের মাধ্যমে মাদক হতে বিরত রাখা সম্ভব ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র জনাবা হাছিনা গাজী ।অনুষ্টানটি উদ্বোধন করেন রুপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ।প্রধান বক্তা হিসেবে উপস্তিথ ছিলেন রুপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।উক্ত অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন  ।