আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়াল কোচ বরখাস্ত

রিয়াল কোচ

রিয়াল কোচ

অনলাইন রিপোর্ট:

বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচটি ছিল রিয়াল কোচ হুলেন লোপেতেগুইয়ের জন্য অগ্নি পরীক্ষা। রিয়ালের কোচ হিসেবে মৌসুম শেষ করার সুযোগ তার সামনে কম ছিল। তবুও রিয়াল এল ক্লাসিকো ম্যাচ পর্যন্ত ভরসা রাখে সাবেক স্পেন কোচের ওপর। কিন্তু ক্যাম্প ন্যুতে মেসিবিহীন বার্সার কাছে ৫-১ গোলে হারায় তার চাকরি থাকার সম্ভাবনা শূন্য রেখায় চলে আসে। ধারণা মতো, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কোচের পদ থেকে বরখাস্ত করেছেন হুলেন লোপেতেগুইকে।

এ নিয়ে গেল সাড়ে চার মাসের মধ্যে দুই বরখাস্তের সাক্ষী হলেন লোপেতেগুই। তার জায়গায় আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের ‘বি’ দল তথা রিয়াল ক্যাস্তিল্লার কোচ সান্তিয়াগো সোলারিকে। এর আগে স্পেন দলের দায়িত্ব নিয়ে রাশিয়া বিশ্বকাপে যান লোপেতেগুই। সেখানে স্পেনের প্রথম ম্যাচের আগেই সবাইকে অবাক করে রিয়াল কোচের দায়িত্ব নেন তিনি। যেহেতু স্পেন দলের মূল খেলোয়াড় রিয়াল মাদ্রিদ এবং বার্সার। ক্লাব প্রতিযোগিতায় আবার তারা চিরপ্রতিদ্বনন্দ্বী। আর তাই নিয়ম ভেঙে রিয়ালের দায়িত্ব নেওয়ায় জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত করা হয় তাকে।

এরপর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রোনালদোকে ছাড়া দারুণ শুরু করেন তিনি। কিন্তু ক’দিন যেতে না যেতেই পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হন। লিগের সাত ম্যাচে হারে পাঁচটি। চ্যাম্পিয়নস লিগে মস্কোর বিপক্ষে হেরে ফেরে তার দল। এরপর এল ক্লাসিকো ম্যাচে বার্সার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত। এতেই শেষ তার রিয়াল মাদ্রিদের কোচিং ক্যারিয়ার।

মঙ্গলবারই রিয়ালের মূল দলের কোচের দায়িত্ব বুঝে নেওয়ার কথা অন্তবর্তীকালীন কোচ সোলারির। বুধবার কোপা ডেল রের ম্যাচে ডাকআউটে থাকবেন আর্জেন্টাইন এই কোচ। রিয়াল মাদ্রিদ অবশ্য এরই মধ্যে কোচ খুঁজতে মাঠে নেমে পড়েছে। আগেই শোনা গিয়েছিল ইতালি, জুভেন্টাস ও চেলসির সাবেক কোচ অ্যান্তোনি কন্তের নাম। বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ এবং সাবেক আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গারের নাম এসেছে সংবাদ মাধ্যমে। এছাড়া রিয়ালের সাবেক তারকা গুতিওর নামও ভাসছে সংবাদ মাধ্যমে।