আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রিয়াজের ফাঁসির দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট :

নিষিদ্ধ সংগঠন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল আহমেদ খান রিয়াজের ফাঁসির দাবি রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদল,ছাত্রদল। শুক্রবার ২৫ নভেম্বর বিকালে রূপসী শওকত মার্কেট এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন তারাব পৌর বিএনপির সভাপতি-তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক-হাফিজুর রহমান ভূঁইয়া পিন্টু, তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির,যুগ্ম আহ্বায়ক-হাজী বাবুল, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক-আলতাফ হোসেন, সিনিয়র যুগ্মআহবায়ক-রায়হান মীর,ছাত্রদলের সাবেক আহবায়ক-রাজীব আহমেদ, সদস্য সচিব -নাবির প্রধান, জাসাস সভাপতি-রনি মিয়া।

সভায় বক্তারা বলেন, রিয়াজ কুখ্যাত সন্ত্রাসী,চাঁদাবাজ। সে হত্যা মামলার আসামি। আমরা তার ফাঁসি চাই।