আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রিসোর্টে ভাঙচুর ও হামলার ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের ওপর হামলা ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ , ছাত্রলীগ নেতার বাড়িসহ রিসোর্টে ভাঙচুরের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে তিনটি মামলা হয়েছে। এছাড়া মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের  মামলায় মোহাম্মদ মোস্তফা নামে একজনকে আটক করা হয়েছে। আটক মোস্তফা সোনারগাঁও সামনদী এলাকার নুরুল ইসলামের ছেলে।

বুধবার বিকালে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে তিনটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। আর সাংবাদিক বাদী হয়ে একটি মামলা করেছে। সাংবাদিকের মামলা একজনকে আটক করা হয়েছে।