আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগম জিয়ার মন গড়া রায়ের কপি সংশোধন করা হচ্ছে,রিজভী

রায়ের কপি সংশোধন করা হচ্ছে

বেগম জিয়ার মন গড়া রায়ের কপি সংশোধন করা হচ্ছে,রিজভীরায়ের কপি সংশোধন করা হচ্ছেনিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনগড়া রায়ের কপি সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন,সরকারের নিষেধের কারণেই  রায়ের কপি পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, রায়ের কপি না দেওয়ায় দেশের প্রথিতযশা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশ্লেষক ও স্বাধীন বিবেকের বু্দ্ধিজীবীরা বিস্মিত হয়েছেন। তা হলে নিশ্চয়ই রায় সংশোধন করা হচ্ছে। নিশ্চয়ই তা হলে আওয়ামী লীগের নির্দেশমতো মনগড়াভাবে রায় সংশোধন করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিচারক ৬৩২ পৃষ্ঠার রায় ১০ দিনে লিখে শেষ করতে পারেননি, এতে এটিই প্রমাণিত হয়, পুরো রায় না লিখে তড়িঘড়ি সাজার অংশটুকু লিখে বিচারক রায় দিয়েছেন। গোটা জাতি এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ মামলার কোনো অংশেই খালেদা জিয়া জড়িত নন।