আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাহুল-প্রিয়াঙ্কাকে পুলিশের বাঁধা

ভারতের উত্তর প্রদেশে ঢুকতে পুলিশি বাঁধার মুখে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে ভারতের উত্তর প্রদেশের মিরাতে নিহত ছয় জনের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাওয়ার পথে তারা এই বাঁধার মুখে পড়েন। খবর এনডিটিভি’র

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের মিরাতের উদ্দেশ্যে যাত্রা করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশে ঢুকার মুখে পুলিশ তাদেরকে বাঁধা দিয়ে জানায়, সমাবেশে নিষেধাজ্ঞা থাকার কারণে তারা মিরাতে যেতে পারবেন না। ফলে তারা দিল্লিতে ফিরে যান।

রাহুল বলেন, ‘আমরা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম ঢুকতে না দেওয়ার ব্যাপারে তাদের কাছে কোন আদেশ আছে কিনা, তবে তারা এ বিষয়ে কিছুই আমাদের দেখাতে পারেনি। তারা কেবল বলেছিলেন আপনারা দয়া করে ফিরে যান।’

কংগ্রেস জানিয়েছে, পুলিশের বাঁধার পর কেবল তিন সদস্যের একটি দলকে যেতে দিতে অনুমতি চাওয়া হলেও পুলিশ তাতে অস্বীকৃতি জানায়।

মিরাত পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কংগ্রেস নেতাদের বলা হয়েছিল তাদের সফরের কারণে সেখানে কোন ধরণের শান্তির লঙ্ঘন হলে এর দায়ভার তাদের নিতে হবে। এ কথা শুনে তারা নিজেরাই ফিরে যান।