আজ বৃহস্পতিবার, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রাহুল গান্ধীর মন্তব্যের জেরে উত্তাল লোকসভা

অনলাইন ডেস্ক:

হিন্দুরা নয়, সংঘাত ও ঘৃণা ছড়ায় বিজেপি। রাহুল গান্ধীর এমন মন্তব্যকে ঘিরে উত্তাল ভারতের লোকসভা। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এনডিটিভি।

সোমবার (১ জুলাই) সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তার গলায় সাপ ও ত্রিশূল নিলেও তাকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না।
বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লাভের জন্য রাজনীতির সঙ্গে ধর্মকে মিশ্রিত করার অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, যারা নিজেদের হিন্দু বলেন, তারা প্রতিনিয়ত সহিংসতা, ঘৃণা আর অসত্যের প্রচার করে।

রাহুলের স্পষ্ট ইঙ্গিত ছিল বিজেপি ও আরএসএস-এর প্রতি। বিজেপি ও আরএসএস সত্যিকারের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না বলেও দাবি করেন তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ