আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাস্তায় আন্দোলন করে সব কিছু আদায় করা যায় না : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জবাসির উদ্দেশে বলেছেন, সব সময় রাস্তায় আন্দোনল করে সব কিছু আদায় করা যায় না। সরকার উন্নয়নের জন্য বদ্ধপরিকর। রাস্তায় আন্দোলনের চেয়ে টেবিলে আন্দোলন অনেক শক্তিশালী। রূপগঞ্জের উন্নয়নের জন্য রাজউক থেকে টেবিলে  আন্দোলন করে ১৯৫০টি প্লট বরাদ্দ করেছি। যারা এখনো প্লট পান নাই তাদের কে প্লটের ব্যবস্থা করে দেয়া হবে। তিনি বলেন, প্রগতি উচ্চ বিদ্যালয়কে এমপিভুক্ত করে দেয়ার ওয়াদা দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি। যে সকল কাজ বাদ আছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

শুক্রবার রূপগঞ্জ উপজেলার গুতিয়াব এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, একটি কলম তরবারির থেকে অনেক শক্তিশালী। আমরা ৬৯ এর গণঅভ্যুত্থান করেছি ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি। সুতরাং কিভাবে অধিকার আদায় করতে হয় তা আমার ভালো করেই জানা আছে।

মন্ত্রী বলেন , আমরা ভুল করব না। ভুলের কারণে এলাকার উন্নয়ন পিছে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রগতি উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি হাজী মা‌নিক আলী ,রূপগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবু হো‌সেন ভুঁইয়া রানু, রূপগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান রেজাউল ক‌রিম মাঞ্জুর, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সালাউ‌দ্দিন ভুঁইয়া, ম‌নিরুজ্জামান বাদশা, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ইমন হাসান খোকন।