আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় সফরে জার্মানি ফিল্যান্ডে ব্যস্ত সময় পার করছেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

পাটের হারানো গৌরব ফেরাতে রাষ্ট্রীয় সফরে জার্মানি এবং ফিল্যান্ডে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গত ২২ এপ্রিল মন্ত্রী জামানির উদ্দেশে রওনা দেন। চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গোলাম দস্তগীর গাজী। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মো: নাসিম, বিজেএমসির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. সরওয়ার জাহান।

জানা গেছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন পরিবেশবান্ধব পাটের ব্যবহার বহুমখীকরণ উচ্চমূল্য সংযোজিত পাটপণ্যের উৎপাদন বাজারজাতকরণ ব্যবহার বৃদ্ধির লক্ষে পাট থেকে অমিত সম্ভাবনাময় ভিসকস, চার কোল কম্পোজিট , জুট টেক্সটাইল পাট পাতার পানীয় উৎপাদন ,নদীর পাড় সংরক্ষণ ও ভাঙ্গন রোধে  পরিবেশ বান্ধব জিও জুট টেক্সটাইল  পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ উৎপাদনের মাধ্যমে পাট খাতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

এর অংশ হিসেবে পাট পাতার পানীয়  এর বাজার উন্নয়ন এবং পাট হতে  ভিসকস উৎপাদনের সম্ভাব্যতা সরেজমিনে পর্যবেক্ষণ আলোচনা সভা ও অভিজ্ঞগতা বিনিময়ের লক্ষে জামানী এবং ফিল্যান্ড সফর করছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফর কালে পাটপাতার পানীয় বাজার সম্ভাব্যতা পযালোচনা ,উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ে পাট পাতার পানীয় এর ক্রেতা জার্মানির ইন্টারটোপ এগ্রিকালচারাল প্রোডাক্ট এন্ড সার্ভিস এর সাথে দ্বিপাক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এছাড়া ইন্টার টোপের মাধ্যমে জামানির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত অন্যান্য দেশ সমুহে পাট পাতার পানীয় এর বাজার উন্নয়ন কার্যক্রম গ্রহণ করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে করণীয় নির্ধারণে আলোচনা হয়েছে ।

পাট থেকে ভিসকস তৈরীর যাচাইবাছাই চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করার লক্ষে  বিস্তারিত আলোচনা ও ভিসকস তৈরীর কার্যক্রমের বিষয়ে সরেজমিনে পরিদর্শন পূর্বক পরামর্শ প্রদানের লক্ষে প্রতিনিধি দল টি আগামী কাল ২৫ থেকে ২৬ এপ্রিল ফিল্যান্ড সফর করবে। এর আগে গোলাম দস্তগীর গাজী আজ বুধবার জার্মানির জুট টি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন। মন্ত্রী জামার্নির ভিসকস ও জুট টির কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। গোলাম দস্তগীর গাজী কে বাংলাদেশে পাট থেকে ভিসকস উৎপাদনে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জার্মান প্রতিনিধি দল।

উল্লেখ্য ফিল্যান্ডের ভিশন হান্টার লি. ইতোমধ্যে পাট থেকে ভিসকস তৈরীর সম্ভাব্যতা যাচাই এর চুক্তির অংশ হিসেবে জুট পালপ প্রোডাকশন এন্ড এনালাইসিসি, পাইলট স্কল রিসার্চ ,মার্কেট রিপোর্ট,জুট ভিসকস কনসেপ্ট সক্রান্ত প্রতিবেদন সমূহ বিজেএমসিতে সরবরাহ করেছে। সফর শেষে আগামী ২৭ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রীর।