অনলাইন রিপোর্ট:
ভারতে রাষ্ট্রপতি ভবনের চত্বরের ভেতর ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজ ছাত্রী। দেশটির সর্বোচ্চ নিরাপত্তায় মোড়া এলাকায় ধর্ষণের অভিযোগ ওঠায় নিরাপত্তার গুরুত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।
ওই ছাত্রীর অভিযোগ যে, তিনি রাষ্ট্রপতি ভবনের ভেতরে স্টাফ কোয়ার্টারে রাষ্ট্রপতি ভবনেরই এক কর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে পুলিশ। জানা গেছে, দিল্লির বাসিন্দা কলেজ পড়ুয়া তরুণী মাস্টার্সের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে তাকে নিজের কোয়ার্টারে ডাকে রাষ্ট্রপতি ভবনের এক কর্মী নিশান্ত যাদব। সেখানেই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিশান্তের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে নিশান্ত। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ।