আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রামারবাগে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি: ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের রামারবাগ মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামি হলেন আড়াইহাজার থানার মুন্সিপুর (৮নং ওয়ার্ড) এলাকার মিলন মিয়ার স্ত্রী রুনা বেগম (৩৩)। গত ২৮ জুলাই রাতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দখলে থাকা ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১ কেজি ১০০ গ্রাম গাঁজার মোট মূল্য ২২,০০০/- (বাইশ হাজার) টাকা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটের মোট মূল্য ৮১,০০০/- (্একাশি হাজার) টাকা। উল্লেখিত মহিলা আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। ধৃত মহিলা আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম।