নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
রাত পোহালেই নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন। এ নিয়ে শুধু সদস্যদের মধ্যেই নয় সাধারণ মানুষের মধ্যে চলছে নানা কৌতহল। নির্বাচনকে নিয়ে ক্লাবজুড়েও উত্তেজনা ছড়াচ্ছে। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের যেন চেষ্টার অন্ত নেই। সভাপতি প্রার্থীদ্বয় ভোটারদের নিজের দিকে টানতে সাংস্কৃতিক সন্ধ্যা ও পরিচিতি সভারও আয়োজন করেন। কাল মধ্যরাতেই নির্বাচনী প্রচারণার সময়সীমা পেরিয়েছে।
ভোটারদের মনোরঞ্জনে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে তেমনই চলছে খানাপিনার ধুম। পাশাপাশি সকল প্রার্থীই ভোটারদের কাছে প্রতিনিয়ত ভোট প্রার্থণা করে যাচ্ছেন। তবে সকলের দৃষ্টি মূলত: সভাপতি পদের দিকেই। তবে ভোটাররা স্পষ্টভাবে না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন যোগ্য প্রার্থীরাই জয়ী হবেন। নারায়ণগঞ্জ ক্লাবের এবারের নির্বাচনে সভাপতি পদে দুইজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে চারজন ও কার্যনির্বাহী পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে তানভির আহমেদ টিটু ও মোঃ মাহবুবুর রহমান মাসুম, সিনিয়র সহ-সভাপতি পদে ডাঃ এ কে এম শফিউল আলম ফেরদৌস ও মোঃ ইকবাল হাবিব, সহ-সভাপতি পদে, এড. সরকার হুমায়ুন কবির, সেলিম আহমেদ (হেনা), মোঃ মাহফুজুর রহমান খান, শেখ হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আশিক-উজ-জামান, মোঃ আবদুল খালেক, মোঃ আনোয়ার হোসেন, বিপ্লব কুমার সাহা, মোঃ ইদী আমীন ইব্রাহীম খলিল, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মঈনুল হাসান, শামসুদ্দিন আহমেদ, এস.এম. শাহীন, মোঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব মোঃ সেলিম রেজা সিরাজী, সোহেল আক্তার, সজল কুমার রায় ও হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ।