আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজাকারপুত্র মাকসুদকে শোকজ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজাকারপুত্র  ও চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি লঙ্ঘের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।
শোকজ নোটিশে প্রার্থী মাকসুদ হোসেনকে বলা হয়, আপনি আপনার নির্বাচনী এলাকার অলিগলিতে শত শত পোস্টার অবৈধভাবে বিভিন্ন দেয়ালে সাঁটিয়েছেন। এ ছাড়া অনুমতিহীন অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন যা আচরণবিধি লঙ্ঘন।