আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজপথে আজমেরি ওসমান শঙ্কায় সেলিম ওসমান!

রাজপথে আজমেরি

রাজপথে আজমেরি

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন ওসমান পরিবারের দুই কান্ডারি আজমেরি ওসমান ও অয়ন ওসমানের শো ডাউন নিয়ে শহরজুড়ে সাধারন মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সকলের কাছেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাজপথে আজমেরি ওসমানের বিশাল শো ডাউন নিয়ে শহরজুড়ে চলছে ব্যাপক আলোচনা।

কেউ বলছেন ওসমান পরিবারের দুই যুবরাজের পাল্টাপাল্টি শো ডাউন বা ক্ষমতার প্রদর্শনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ওসমান পরিবারের ক্ষমতার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এই শোডাউন। নারায়ণগঞ্জ সদর বন্দর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষনার প্রাথমিক কাজ সেরে রাখলেন নারায়ণগঞ্জ সদর বন্দর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ¦ নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমেরি ওসমান।

জাতীয় পার্টিও নেতাকর্মীদের সাথে আলোচনায়ও জানাগেছে এমন তথ্য। জাতীয় পার্টির নেতারা বলছেন, পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেলিম ওসমান। অথচ তিনি পার্টির নেতাকর্মীদের কোন খোঁজ খবর রাখেন না। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান থাকাকালে পার্টি অফিস ছিলো। নারায়ণগঞ্জ জুড়ে জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান ছিলো। যা বর্তমানে নেই। পার্টি অফিসই নেই। অথচ আমাদের পার্টি থেকে সংসদ সদস্য হয়ে আছেন জেলায় দুই জন এমন করেই আক্ষেপ জানালেন জাতীয় পার্টির প্রবিন এক নেতা।

অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজমেরি ওসমানের নামে সন্ত্রাসের কর্মকান্ডের ব্যাপক অভিযোগ রয়েছে। তবে বিগত কয়েক বছরে তার কর্মকান্ড থেকে প্রতীয়মান হচ্ছে তিনি তার সন্ত্রাসী তকমা থেকে বেড়িয়ে আসার প্রানপন চেষ্টা চালাচ্ছেন। যার ফল হচ্ছে বিগত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জে কোন ঘটনায় আজমেরি ওসমানের সম্পৃক্তার কথা তেমন শোনা যায়নি। আর সেলিম ওসমান শুরুতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তার সেই জনপ্রিয়তায় ব্যাপক ধ্বস নামে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানধরে উঠবস করার ঘটনায়। সে সময় সারা দেশে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়। এছাড়া জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হয়ে জাতীয় পার্টিও নেতাকর্মীদের কে দুরে দুরে রেখে দলটির নেতাকর্মীর বিরাগভাজন হয়ে পরেছেন সেলিম ওসমান।

শহরজুড়ে যতই এনিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠুক না কেন। শীঘ্রই এবিষয়ে জানা যাবে বলে জানালেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

স্পন্সরেড আর্টিকেলঃ