আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘রাজনৈতিক দলগুলো মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ’

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল মামুন বলেছেন, প্রচলিত রাজনৈতিক দলগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে । গতকাল ১ জানুয়ারি বন্দর অঞ্চলের ২৪ ও ২৫ নং ওয়ার্ডে দিনব্যাপী গনসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বন্দরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রচলিত রাজনৈতিক স্বাধীনতার পর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া কাঙ্খিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। যে কারনে দারিদ্র এবং দুর্নীতি আজ আমাদের নিত্য সঙ্গী। তারা মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে। জয়ের বেপারে আমরা সর্বাত্নক চেষ্টা করছি। আমরা চাই সমাজে মানুষের মধ্যে একটা পরিবর্তন হোক, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হোক।
গণসংযোগে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাক্তার এস এম মোসাদ্দেক, জেলা সেক্রেটারি মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা সহ-সম্পাদক হাফেজ কবির হোসাইন, মুফতি আবদুল গণী, মুফতী শেখ শাব্বীর আহমাদ, মুফতি আবুল কাশেম, মুস্তাফিজুর রহমান মুনঈম, মাওলানা মাজহার, মাওলানা ফরিদ, মাইদুল ইসলাম, হাফেজ জাহিদ হাসান, খালেদ সাইফুল্লাহ প্রমূখ।