আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে ট্রাফিক অভিযানে ২ হাজার ৭৭ টি মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারীদের  বিরুদ্ধে ২ হাজার ৭৭ টি মামলা ও ২২ লক্ষ ৯৩ হাজার ৯২৫ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ২২ টি গাড়ি ডাম্পিং ও ৪১৭ টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে জানা যায়, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ২০২টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৮টি, উল্টো পথে চলাচলের জন্য ২৬১ টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৩৪টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারনে মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৩৫ টি মামলা ও ১৪টি মোটরসাইকেল আটক করা হয়।

১১ সেপ্টেম্বর’১৭ দিনভর ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।