আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রসুলবাগে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জের দক্ষিন রসুলবাগ এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১। অভিযানে ১২ জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন , নারায়ণগঞ্জের মোঃ জহুরুল ইসলাম (৩৮), মোঃ হৃদয় শেখ (২১), আখের আলী (৩৫), মোঃ সুকুর আলী (২২), জয়নাল উদ্দিন (১৮), মোঃ তকবির (১৮), মোঃ রাজিব (২২), ওয়ারিশ মিয়া (২৮), মোঃ ইউসুফ (২৫), মোঃ সবুজ গাজী (৩৫), আতাউর রহমান (১৮), মোঃ সোহেল (২৭)। গত ২৬ জুলাই রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়, উদ্ধার করা হয় নগদ ১৫ হাজার ৮শত ৯৫/টাকা ও ৩টি মোবাইল ফোন ।

মঙ্গলবার ( ২৭ জুলাই) র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে ।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সিদ্ধিরগঞ্জের দক্ষিন রসুলবাগ এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।