আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

আগামী রবিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হবে। স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডে থাকবেন।
শুক্রবার (১৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ শুক্রবার। যারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী, তাদের সাক্ষাৎকার আগামী রবিবার (১৮ নভেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হবে।
রিজভী আহমেদ জানান, রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মনোনয়নপ্রত্যাশীদের প্রথমে সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বাকি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় পরে জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ