রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন নাওড়া গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগ চেয়ারম্যান রফিক ও তার সন্ত্রাসী বাহিনী নাওড়া গ্রামবাসীর উপর দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। ইতিমধ্যে প্রায় তিনশত পরিবার এই রফিক বাহিনীর অত্যাচারে গ্রাম ছাড়া। তারা আজ নিরাপত্তা হীনতায় ভোগছেন।
জানা যায়, শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু রফিকুল ইসলাম রফিক ও তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীর কাছে জিম্মি কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামবাসী। তার বিরুদ্ধে অত্র এলাকায় সন্ত্রাসের এক রামরাজ্য কায়েম করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, স্থানীয় লোকজনের জায়গা জমি জোর পূর্বকভাবে বিক্রি করতে বাধ্য করছেন চেয়ারম্যান রফিক। কেউ জমি বিক্রি করতে না চাইলে রফিক তার সন্ত্রাসী বাহিনীদের দিয়ে জমির মালিকদের বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি ধামকি সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। এছাড়া সাধারণ নিরিহ মানুষের জায়গা জমি, মাছের পুকুর খামার জোর পূর্বক দখল করে রেখেছেন। যার কারণে এলাকাবাসীর পক্ষ থেকে একজন পুলিশ সুপারের কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন।
নিচে আবেদন পত্রটি হুবুহু তুলে ধরা হল: