পুলিশে বড় ধরণের রদবদল
নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ৩৩ কর্মকর্তার মধ্যে রেজাউল করিমকে নোয়াখালীর কমান্ড্যান্ট, হারুন-অর-রশিদকে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, ডিবির শেখ নাজমুল আলমকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার, গাজী মো. মোজাম্মেল হককে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, মোহা. আশরাফুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার, এ জেড এম নাফিউল ইসলামকে এসবির অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ আবুল ফয়েজকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এসএম আক্তারুজ্জামানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, ইমাম হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার, আমেনা বেগমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রেজাউল হককে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, মনির হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার, এ কে এম নাহিদুল ইসলামে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, মো. মনিরুজ্জামানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, মিজানুর রহমানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, মুনিবুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, পরিতোষ ঘোষকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, সরদার রকিবুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, মজিদ আলীকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জয়দেব কুমার ভদ্রকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি এবং আসাদুজ্জামানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া হায়দার আলী খানকে এন্টি টেররিজম ইউনিটে, পুলিশ সদরদপ্তরের এআইজি থেকে পদোন্নতি পাওয়া মনিরুল ইসলামকে একই জায়গায় অতিরিক্ত ডিআইজি, আজাদ মিয়াকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, মাহবুবুর রহমান ভূঁইয়াকে এপিবিএন সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, আতিকা ইসলামকে র্যাবের পরিচালক, রুহুল আমিনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, বাসুদেব বণিককে রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি, সুজায়েত ইসলামকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, মোজাম্মেল হককে র্যাবের পরিচালক, রফিকুল হাসান গনিকে র্যাবের পরিচালক এবং মাহফুজুর রহমানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলির আদেশপ্রাপ্ত ১৫ জন অতিরিক্ত ডিআইজির মধ্যে বরিশাল রেঞ্জের আকরাম হোসেনকে ঢাকার টিএন্ডআইএমে, সিআইডির কাইয়ুমুজ্জামান খানকে র্যাবের পরিচালক, নোয়াখালী পিটিসির কমাণ্ড্যান্ট (চলতি দায়িত্ব) হাবিবুর রহমানকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), সিএমপির সালেহ্ মোহাম্মদ তানভীরকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, বিএমপির আবুল কালাম আজাদকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, কেএমপির মাহবুব হাকিমকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, আরএমপির সরদার তমিজ উদ্দিন আহমেদকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জের চৌধুরী মঞ্জুরুল কবিরকে র্যাবের পরিচালক, সিলেট রেঞ্জের নজরুল ইসলামকে ঢাকা টিএন্ডআইএম, খুলনা রেঞ্জের একরামুল হাবীবকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকা এসবির এ কে এম আওলাদ হোসেনকে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের কুসুম দেওয়ানকে সিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা সিআইডির মোখলেসুর রহমানকে বিএমপির অতিরিক্ত কমিশনার, র্যাবের খোন্দকার রফিকুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং র্যাবের পরিচালক জসিম উদ্দিনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশে অবিলম্বের কার্যকর হবে। তবে পদায়ন হওয়া অতিরিক্ত ডিআইজি আমেনা বেগম, রফিকুল হাসান গনি, মাহফুজুর রহমান, মিজানুর রহমান, মুনিবুর রহমান,, সরদার রকিবুল ইসলাম এবং মো. আসাদুজ্জামানের বর্তমান কর্মস্থলে নতুন কাউকে পদায়ন না করা পর্যন্ত তারা সংশ্নিষ্ট জেলায় আগের পদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।