আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রক্ষাকালী মন্দিরে দুর্বৃত্তদের হামলা প্রতিমা ভাংচুর

রক্ষাকালী

রক্ষাকালী
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে রক্ষাকালী মন্দিরে দুবৃত্তরা হামলা চালিয়ে তিনটি প্রতিমা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতের যে কোন সময় উপজেলার ইউসুফগঞ্জ স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মন্দিরের সভাপতি সংগ্রাম চন্দ্র দাস রানা জানান, শনিবার রাতে তিনি মন্দিরে পূজা করে বাড়িতে চলে যান। শনিবার গভীর রাতের যে কোন সময় দূর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে কালী, মহাদেব, সিংহের প্রতিমা ভাংচুর করেছে বলে ধারণা। রোববার সকালে সভাপতি সংগ্রাম চন্দ্র দাস রানা মন্দিরে পৌছে মন্দিরের প্রতিমা ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এখনো কোন অভিযোগ পাইনি। বিষয়টি সেনসেটিভ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।