নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক চনপাড়াবাসীর উদ্দেশে বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি কোন মাদকে শয্য করব না। যে কোন মূল্যে চনপাড়া থেকে মাদককে উতখাত করতে হবে। কোন মাদক ব্যবসায়ীর স্থান রূপগঞ্জের মাটিতে হবে না। সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, চনপাড়া মাদক মুক্ত হলে আমি বলেছিলাম সিঙ্গাপুর করে দেব । আগামী কিছু দিনের মধ্যে চনপাড়া সিঙ্গাপুরে পরিণত হবে।
মন্ত্রী আরো বলেন, অনেকে আছে মাদক খায় না বিক্রি করে না কিন্তু মাদকের সিন্ডিকেটের টাকা তোলে। এই টাকা তোলা বন্ধ করতে হবে ।
শনিবার রূপগঞ্জ উপজেলার নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জের কোন কাজ বাদ থাকবে না। প্রত্যেকটা স্কুল কলেজে নতুন ভবন নির্মাণ হয়েছে। রাসেল নগরের প্রত্যেকটা রাস্তা খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, নবকিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ নজিবর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান, বিউটি আক্তার কুট্টি , উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে
এছাড়া মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।