আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যেই লোভে বিশ্বসুন্দরীর সাথে সিয়াম

বিনোদনচর্চা প্রতিবেদকঃ

ঢালিউডের বর্তমানের জনপ্রিয় নায়ক ও মডেল সিয়াম, যাকে ভিন্ন ভিন্ন রূপে দর্শকমহলে হাজির হতে দেখা গিয়েছে। এবার অন্যরকম এক প্রেমেরগল্পে ঢালিউডের  জনপ্রিয় নায়িকা পরীমনির সাথে দেখা যাবে সিয়ামকে। যে ছবিতে সিয়াম-পরীকে জুটিবদ্ধ হতে দেখা যাবে সিনেমাটির নাম “বিশ্বসুন্দরী”।  জনপ্রিয় টিভিনাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী প্রথমবারের মত ফিল্ম ইন্ড্রাস্টিতে  পা রাখছেন “বিশ্বসুন্দরী” ছবির মাধ্যমে।

সিয়াম যদিও এমনি এমনি এই সিনেমাতে কাজ করছেন না অভিনেতা সিয়াম। তিনি জানিয়েছেন এই সিনেমাতে কাজ করছেন একটি লোভে। লোভটি হলো সুবর্না মুস্তফার সাথে স্ক্রীন শেয়ার করার মত সুযোগের বিষয়।

এই ছবিতে সুবর্না মুস্তফাকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি আরো জানান, ছবিটি একটি ইমোশনাল প্রেমের গল্প ছবিটি দেখে দর্শকমহল কাঁদবে, পৃথিবীতে কোন নারী বিশ্বসুন্দরী হতে হলে কোন না কোন পুরুষের অবদান থাকে , নারীদের সফলতার পিছনে কাজ করার বিষয়টা একট আনন্দের। এই ছবিতে দেখা যাবে নারীদের সফলতার পিছনে কিভাবে একজন পুরুষের অবদান থাকতে পারে।