আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ্য রাখে না সুখও দেয়। যেখানে বিনোদন আছে সেখানে মাদক সন্ত্রাসীরা মাথা চারা দিয়ে উঠতে পারে না। আমাদের যুব সমাজ কে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।

গতকাল রূপগঞ্জ উপজেলার আল আরাফাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে খেলাধুলার বিপ্লব ঘটেছে। ক্রিকেটে বাংলাদেশ বিশ্বের পরাশক্তিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ বহিবিশ্বে সুনাম অর্জন করছে।

মন্ত্রী রূপগঞ্জবাসির উদ্দেশে বলেন, শেখ হাসিনা দুর্নীতি মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে । রূপগঞ্জে কোন মাদক সন্ত্রাসীর স্থান হবে না। প্রত্যেকটা স্কুল কলেজে নতুন ভবন দিয়েছি । রাস্তাঘাট পাকা হচ্ছে । সুতরাং রূপগঞ্জে কোন কাজ বাদ থাকবে না।

এছাড়া গোলাম দস্তগীর গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।