আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যুব-শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

যুব-শ্রমিক লীগের বর্ধিত সভা

সোনারগাঁয়ে যুব-শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিতযুব-শ্রমিক লীগের বর্ধিত সভা

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ আজ সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা যুব-শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় যুব শ্রমিকলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও মতবিনিময় সভা করা হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদের নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক লীগের করনীয় এবং শ্রমিক কল্যানে নিবেদিত ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নারায়ণগঞ্জ জেলা যুব-শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়ার সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক সৈয়দ মশউর রহমান শামীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সহ-সাধারন সম্পাদক নূর নবী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম, সোনারগাঁ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুব শ্রমিক লীগের সহ সভাপতি সাইদুর রহমান প্রধান, জেলা যুবশ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক শফউদ্দিন প্রধান, সোনারগাঁ উপজেলা যুবশ্রমিক লীগের সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক সোহেল মিয়া, মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা, খোকন, মিজান, জহির বাদশা, মফিজুল ইসলাম, গাজী ইব্রাহিম, নাজমুল ও মাজহারুল প্রমূখ।
সভায় সোনারগাঁ উপজেলা যুব শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটির চুড়ান্ত ঘোষনার জন্য কেন্দ্রিয় সভাপতি শুক্কুর মাহমুদের কাছে পাঠানো হবে বলে মত প্রকাশ করেন। সে লক্ষে সদস্য ফরমে সকলের আবেদনপত্র জমা নেয়া হয়েছে।