নিজস্ব প্রতিবেদক: হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার শপথ নিয়েছে যুবলীগ। রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ শপথ গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব গঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা।যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকাল ৮ টায় বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সব শহীদ-স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।