আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলীর খাদ্যসামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও কুইন্স কাউন্টির কমিউনিটি বোর্ডের সদস্য মোহাম্মদ আলীর উদ্যোগে নবীগঞ্জ এলাকার ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (৯ মে) ২য় দফায় বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়।

এর আগে ৫ এপ্রিল বন্দর থানার নবীগঞ্জ এলাকার ১৫০ কর্মহীন পরিবারের হাতে খাদ্যসামগ্রীর উপহার পৌঁছে দেয়া হয়। কদমরসুল মোতোয়ালি কমিটির সেক্রেটারি ইউসুফ মিয়ার তত্ত্বাবধানে এসকল সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আইনজীবী নেতা এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, খোকন মিয়া, রবিউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা কঠিন সময় পার করছে। বিশেষ করে করোনায় বাংলাদেশীদের মৃত্যুতে তাদের পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুরো কমিউনিটির মাঝে প্রচন্ড ভয় ও ভীতির অবস্থা সৃস্টি হয়েছে। এই ক্রান্তিকালে কমিউনিটির সার্বক্ষণিক সেবা দিচ্ছে বিভিন্ন সংগঠন

এছাড়া বাংলাদেশিদের লাশ দাফনের ব্যবস্থা, জরুরী তথ্য কমিউনিটির পক্ষে ফেসবুক ও গণমাধ্যমে প্রচার, ২৪ ঘন্টা তথ্য সেবার জন্য টেলিফোন, বয়স্ক সিটিজেন ও বৈধ কাগজ পত্রহীন বাংলাদেশীদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী, ঔষধ পোঁছে দিচ্ছেন তারা। করোনা ভাইরাস পরিস্থিতি উত্তরণের পূর্ব পর্যন্ত পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য মোহাম্মদ আলী এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

 

এসএএইচ