আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে তুরস্ক

অনলাইন রিপোর্ট:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে। এগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
সোমবার পর্যন্ত তুরস্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ১৩০ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৮০৫ জনের। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষের।

মন্ত্রিসভার এক বৈঠকের পর এরদোয়ান বলেন, ১ মে পর্যন্ত তুরস্কের ৩১টি শহরে তিনদিনের লকডাউন জারি থাকবে। এছাড়া মে মাসের শেষ ও ইদুল ফিতরের আগ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

এরদোয়ান বলেন, পরিস্থিতি স্বাভাবিকতায় ফিরিয়ে আনার তারিখ শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিকে করোনাভাইরাস শনাক্তের পাঁচ লাখ কিট পাঠিয়েছে তুরস্ক।