আজ শনিবার, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যা পেয়েছি তাতেই খুশি : রচনা ব্যানার্জি

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি।  তিনি। রিয়্যালিটি শোতেও মাত করেছেন । এই মুহূর্তে রচনার নাম শুনলেই সাধারণ দর্শকের মনে হয় ‘দিদি নম্বর ওয়ান’। টেলিভিশনের এই শো-এ উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন রচনা। তারপরও অভিনেত্রীর মনে হয়েছে, তার জীবন পারফেক্ট নয়! যা শুনে বিস্মিত হয়েছেন তার ভক্তরা।

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে রচনা লিখেছেন, ‘আমার জীবন পারফেক্ট নয়। কিন্তু আমি যা পেয়েছি, আমার কাছে যা রয়েছে, তা আমি খুশি।’

ভারতীয় গণমাধ্যম বলছে, ব্যক্তিগত জীবন হোক বা ক্যারিয়ার— সব জায়গাতেই স্ট্রাগল করতে হয়েছে রচনাকে। বহু স্ট্রাগলের পর কখনও কখনও হয়তো কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। সেই কারণে নিজের জীবনকে পারফেক্ট না মনে হলেও, অনুরাগীদের কাছে তিনি সেরা। রচনা নিজেও মনে করেন, যতটুকু পেয়েছেন জীবনে, তাতেই তিনি খুশি।