আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘যারা আ.লীগ করে নাই তাদেরকে নৌকা প্রতীকে দাঁড় করিয়েছে’

নিজস্ব প্রতিবেদক:

দলের ভিতর নানা ধরণের ষড়যন্ত্র চলছে। দলের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ইউপি নির্বাচন গুলোতে দেখা যাচ্ছে, যারা কখনো আওয়ামীলীগ করে নাই তাদের কে এখন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড় করিয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর আওয়া মীলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, নেত্রী আমাদের বলেছিলো, আমাদের ভাড়াটে লোক দরকার নাই সাধারণ জনগণ আমাদের শক্তি। আমরা যারা আওয়ামী লীগের তৃণমূল, তাদের কোন লোভ লালসা নেই। আজ বন্দরে আমাদের নেতা কর্মীরা মারধরের শিকার হচ্ছে। প্রশাসনকে বলেও আমরা লাভ হচ্ছি না। আমরা আঘাত করতে পারি, কিন্তু বঙ্গবন্ধু বলে গিয়েছিল। আঘাত কখনো প্রতিঘাত করো না। তোমারা ধৈর্য্য ধরো।