সংবাদচর্চা রিপোর্ট :
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়ার নির্দেশনায় তারাব পৌর বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক ফারহান, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম ও বিএনপি নেতা মাহমুদ হাসান সিয়ামের উদ্যোগে ৯ নং ওয়ার্ড যাত্রামুড়ায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়েছে।গতকাল বিকালে তারা এ কর্মসূচি পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শামীম সাউদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজি লেলিন খাঁন,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর মফিকুল ইসলাম, বিএনপি নেতা কাহার আলী,বাবুল হাজী, এমদাদুল হক দুলু, তারাব পৌর জাসাস সভাপতি রনি মিয়া।
এসময় মাহমুদ হাসান সিয়াম বলেন, ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে আমরা নিজ উদ্যোগ মশক নিধন শুরু করেছি। তারাব পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, আমরা দীপু ভুঁইয়াকে এমপি নির্বাচিত করবো। সবাই ধানের শীষে ভোট দেবেন।

