বিপিএল চলতি আসরের ৪২তম ম্যাচে শনিবার ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান মাশরাফি বিন মুর্তজা। তার হাতের চোট এতটাই মারাত্মক যে, ১৪টি সেলাই দিতে হয়েছে। তারপরও বিপিএলের প্লে-অফের ম্যাচে খেলতে আগ্রহী যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি।
এ ব্যাপারে ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসান উল্লাহ জানান, মাশরাফি আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছে, খেলতে পারবে, কোনো সমস্যা হবে না। আমরা বুঝতে পারছি না কী করব। সে একজন লড়াকু মানুষ। আমরা মাশরাফির ওপরই ছেড়ে দিয়েছি, সে চাইলে খেলতে পারে।
সোমবার বিপিএল প্লে-অফের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপকক্ষে খেলবে ঢাকা প্লাটুন। শনিবার মিরপুরে বিপিএল ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে বাঁ-হাতের আঙ্গুলে চোটাক্রান্ত হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
খুলনার ইনিংসের ১১তম ওভারে বোলিং পজিশনে ছিলেন মেহেদী হাসান। তার বলে সজোরে ব্যাট চালান খুলনার দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। দ্রুতগতিতে আসা বলটি তালুবন্দি করতে জাম্প দেন মাশরাফি।
কিন্তু বলটি মাশরাফির হাতের তালুতে জমা না হয়ে আঙ্গুলে আঘাত হানে। যে কারণে প্রচণ্ড ব্যথা পান ঢাকা প্লাটুন অধিনায়ক। মাঠে সামান্য শুশ্রূষা নিয়ে সাজঘরে ফেরেন মাশরাফি।