আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যথাসময়ে বর্জ্য অপসারণ করা হবে :হাছিনা গাজী

নবকুমার:

কোরবানির বর্জ্য অপসারণের জন্য প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। তিনি বৃহস্পতিবার ৭ জুলাই তারাব পৌর সভার কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন এবং পশুর বর্জ্য অপসারনের জন্য পশু ক্রেতাদের মাঝে পলিথিন ব্যাগ বিতরন করেন।

তারাব পৌরবাসীর উদ্দেশ্যে হাসিনা গাজী বলেন, ইসলাম শান্তি এবং ত্যাগের ধর্ম। কেউ চামড়া নিয়ে সহিংসতা করবেন না। কোরবানীর ২৪ ঘন্টার মধ্যে যথা সময়ে তারাব পৌরসভার সকল পশুর বর্জ্য অপসারণ করা হবে। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা প্রস্তুত রয়েছে। এই শহর পরিস্কার রাখার দায়িত্ব আমার আপনার সকলের। তাই তারাব পৌরবাসীকে কোরবানীর বর্জ্য অপসারণে সচেতন হতে হবে।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আযহাকে ঘিরে দেশের মানুষ যাতে নিবিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনসহ অনেকে।

এছাড়া সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে হাছিনা গাজী বলেন ,”করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। সবাই মিলে কাজ করলে কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব। কোন ক্রমেই যেন সংক্রমণ বেড়ে না যায় সে দিকে সবার খেয়াল রাখতে হবে।