আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যথাযোগ্য মর্যাদায় কাঞ্চনা সিনিয়র মাদ্রাসায় বিজয় দিবস পালিত

 

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়ার অন্তর্গত কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসায় পালিত হল বিজয় দিবস।আজ ১৬ই ডিসেম্বর সকাল ১০টা হতে শুরু হয় এই আলোচনা সভা।

এতে কাঞ্চনা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুখলেছুর রহমান জাকেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসেন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মন্নান শামসী সাহেব এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে স্বাধীনতার নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং অনুষ্ঠান শেষে ছাত্রদের সাথে নানা বিষয়ে আলোচনা করেন।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবং পাশাপাশি বিজয় দিবসের তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন হয়।এতে খ গ্রুপে ১ম হয় আলিম ২য় বর্ষের ছাত্রী নুচরাত জাহান জাইতুন,২য় হয় আলিম ২য় বর্ষের ছাত্রী সাবেকুন নাহার স্বর্পা আর তৃতীয় স্থান অধিকার করে রোবাইয়াতুছ ছিমা।প্রায় সাড়ে ১১ টার সময় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।