আজ শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়লার উপর মরা গরু !

সংবাদচর্চা রিপোর্ট

এমনিতেই নাক চেপে চলতে হয় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে। কারণ রাস্তার দু’পাশে বর্জ্য ব্যবস্থাপনা, ময়লার পোড়ার কালো ধোঁয়া সেখানকার নিত্য দিনের ঘটনা। তার উপর এখন নতুন করে যোগ হয়েছে মরা গরুর গন্ধ। আর এতে করে যেমন নষ্ট হচ্ছে পরিবেশ তেমন দূর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলরত হাজারো মানুষকে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন ফতুল্লার স্টেডিয়াম এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার দু’পাশে ময়লার ভাগাড়। তার উপর আবার আগুন জ্বালানো। এতে করে সৃষ্ট ধোঁয়ায় সড়কে চলাচলরত মানুষের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর তার সাথে মরা গরুর গন্ধে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

পথচারীরা জানায়, স্টেডিয়ামের রাস্তার দু’পাশে ময়লার বিষয়টা বেশ পুরনো। আর এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় অসংখ্য সংবাদ প্রকাশ করা হয়েছে। তার পরেও এর কোন প্রতিকার মেলেনি বরং মানুষের দূর্ভোগ আরও বেশি বেড়েছে। কিছু দিন পরপরই সেখানে মরা জীব জন্তু ফেলে রাখতে দেখা যায়। কে বা কারা রাতের আঁধারে সেখানে এসে এই নোংরা কাজ গুলো করে তা জানা না গেলেও এই কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরা জীবজন্তু গুলো অপসারন করে না।

গাড়ি চালকরা জানায়, সাইনবোর্ড থেকে জালকুড়ি পর্যন্ত ঠিকঠাক মতো আসতে পারলেও তার পর থেকে শিবু মার্কেট পর্যন্ত দম বন্ধ করে আসতে হয়। কারণ রাস্তার দু’পাশে ময়লার দুর্গন্ধে নাকে হাত না দিয়ে গাড়ি চালানো যায় না। তার উপর ময়লাতে আগুন ধরিয়ে দেয়া হয়। আর এতে সৃষ্ট কালো ধোঁয়ায় রাস্তাও ঠিকমতো চোখে দেখা যায় না। এদিকে নতুন করে সেখানে মরা জীবজন্তু ফেলে রাখা হয়। এমনিতেই ময়লার গন্ধ আর ধোঁয়া তার উপর মরা গরু। সবমিলিয়ে এই সড়কে এখন চলাচল করাই দায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অদিদপ্তরের মহাপরিচালক সাইদ আনোয়ার সংবাদচর্চাকে বলেন, সমাজ থেকে যেকোন ব্যাধি দূর করতে হলে প্রথমত মানুষকে সচেতনতা অবলম্বন করতে হবে। এই সড়কের পাশে এমনিতেই ময়লা। তার উপর কিছু অসাধু মানুষ রাতের আঁধারে এসে মরা গরু রাস্তার পাশে ফেলে রেখে যায়। কতটা নিচু মনের মানুষ হলে মানুষ এই নোংরা কাজ করে। মরা জীবজন্তু মাটিতে পুতে না রেখে যারা রাস্তার পাশে ফেলে সেই অসচেতন মানুষগুলোকে আগে সচেতন হতে হবে।