আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌসুমীর সু-খবর

নিজস্ব প্রতিবেদক:

হতাশার মধ্যে  চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী । এরমাঝেই নতুন খবর এলো এই নায়িকার। আবারও শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এর  আগে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফসহ বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হয়েছিলেন মৌসুমী। এবার একটি চারতারকা হোটেলের শুভেচ্ছাদূত হয়েছেন। কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত এই হোটেলটির নাম ‘বে-হিলস হোটেল’। সম্প্রতি হোটেলটির সঙ্গে মৌসুমী আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

মৌসুমী জানান, বে-হিলস হোটেল’ গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট এটি। হোটেলটির জন্য বিজ্ঞাপনসহ নানা ধরনের জনবান্ধব কাজ করবেন এই তারকা।

উল্লেখ্য  আগামী ২৫ অক্টোবর বিএফডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে লড়ছেন  মৌসুমী।