আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোবাইল সাথে রাখায় পাটগ্রামে তিন শিক্ষককে অব্যহতি

 

লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় তিন কলেজ শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন। এছাড়া পরীক্ষার নিয়ম ভঙ্গ করায় তাদেরকে কারণ দার্শনোর নোটিশ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পাটগ্রাম ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম।
সোমবার পাটগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি প্রথম পরীক্ষা চলাকালীন সময়ে ওই তিন শিক্ষকের কাছে মুঠোফোন পাওয়া যায়।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, পাটগ্রাম সরকারি কলেজের শিক্ষক আসমা খাতুন, পৌর টেকনিক্যাল কলেজের শিক্ষক নাজমুল হুদা রাসেল, নর্থ বেঙ্গল টেকনিক্যাল কলেজের শিক্ষক মাহবুব হোসেন বসুনীয়া।
জানাগেছে, পাটগ্রামে সরকারি কলেজে কেন্দ্রে পৃথকভাবে এইচএসসি সাধারণ ও টেকনিক্যাল শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শণে যান পাটগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নূর-কুতুবুল আলম। এসময় সাধারণ শাখার কক্ষ পরিদর্শক আসমা খাতুন ও টেকনিক্যাল শাখার কক্ষ পরিদর্শক নাজমুল হুদা রাসেল এবং মাহবুব হোসেন বসুনীয়ার কাছে তাদের ব্যবহৃত মুঠোফোন দেখতে পান ইউএনও নূর-কতুবুল আলম।
এ বিষয়ে পাটগ্রাম ইউএনও ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নূর-কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রে মুঠোফোন নিয়ে যাওয়ার অপরাধে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের এসব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।”