আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোবাইল প্রতীক বরাদ্দ পেলেন বাদশা

টি.আই.আরিফ

আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা মোবাইল প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ তাকে এ প্রতীক বরাদ্দ দেন।

মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, এবারের নির্বাচন কাঞ্চন থেকে ভূমিদস্যুদের প্রতিহত করার নির্বাচন। আমার কোন সন্ত্রাসী বাহিনী নাই। আমি মেয়র নির্বাচিত হলে কোন সন্ত্রাসী থাকবে না। শিল্পপতি আর খেটে খাওয়া মানুষের প্রথম পছন্দ বাদশা। গাজী পরিবারও তাকে সমর্থন দিয়েছে। আওয়ামীলীগ নেতাকর্মীরাও তার পক্ষে কাজ করছে।

আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। ইভিএম পদ্ধতিতে এবার ভোট। ১০ জুন প্রতীক বরাদ্দ। এবার মেয়র পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৪ জন এবং কাউন্সিলর পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।