সংবাদচর্চা রিপোর্ট:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে রাষ্ট্রীয় অতিথি হয়ে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মোদীর আগমন ঠেকাতে ইসলামী সংগঠন এবং বামদলগুলোর নেতারা বিক্ষোভ মিছিল করছে। তারা সরকারকে হুঙ্কার দিচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি বিক্ষোভ করছে বামদলগুলোসহ মুসুল্লিরা। সে বিক্ষোভ কারীদের সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল। শনিবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে ২নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় বাদল বলেন, এই বাংলার মাটিতে হিন্দুদের যেমন অধিকার আছে তেমনি বৌদ্ধ, মুসলিমদের অধিকার আছে। আজকে এক শ্রেনির লোক বিভ্রান্ত সৃষ্টি করছে যে তারা মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে দাবি করেন। কই শেখ হাসিনা কাউকে তো বাধা দেয়নি।
তিনি বলেন, সারা বাংলাদেশে মুসলিম মোগল সম্রাটরা ৭০০-৮০০বছর রাজত্ব করেছিলেন কিন্তু তারা তো কারো উপর কখনো কোনো হামলা করেনি। কোনো ধর্ম বলেনি এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষকে হত্যা করতে। সাধারণ মানুষকে যারা বিভ্রান্ত করার চেষ্টায় আছেন যদি তা করেন আমি বরদাস্ত করব না। আপনারা দেখেছেন বঙ্গবন্ধু যখন বক্তব্য দিয়েছেন তখন বিশ্বের সমস্ত মানুষ দাঁড়িয়ে তাকে সম্মান করেছেন। তেমনি করে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষ দাঁড়িয়ে সম্মান করেন।