টানা দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি শপথ নিচ্ছেন বৃহস্পতিবার। রাষ্ট্রপতি ভবনে ওই দিন সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সাড়ে ৬টা) এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি করা হয়েছে। তবে সেই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম নেই। খবর ইন্ডিয়া টুডে ও দ্য ইকোনোমিক টাইমসের
বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক জোট বিমসটেককের সদস্যভুক্ত দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের সরকারপ্রধানদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের তালিকায় ইমরান খানের নাম না কথার গণমাধ্যমকে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি সূত্র। তবে এর বেশি তথ্য জানায়নি সূত্র দুটি।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিপুল ভোটে জয়ী হয়। ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন পায় তারা।