আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোদিকে কান ধরে ওঠবোস করতে হবে: মমতা

অনলাইন রিপোর্ট:

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন প্রার্থী কয়লা মাফিয়া, এটা প্রমাণ করতে পারলে দলের ৪২ জন প্রার্থীকেই তিনি প্রত্যাহার করে নেবেন বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়েছেন । একই সঙ্গে তার হুঁশিয়ারি, ‘যদি প্রমাণ না-হয়, আপনাকে সবার সামনে ১০০ বার কান ধরে ওঠবোস করতে হবে।’

বৃহস্পতিবার পুরুলিয়ার সভায় মোদি তৃণমূলের নেতারা কয়লা মাফিয়া বলে দাগিয়ে দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই বাঁকুড়া, পুরুলিয়ার সভা থেকে মোদিকে তুলোধোনা করেন মমতা।

প্রধানমন্ত্রীকে বিঁধে তার পাল্টা প্রশ্ন, ‘কয়লা মন্ত্রণালয় কার অধীনে? কেন্দ্রের। কে মন্ত্রী?’ এ রাজ্যের কয়লা খনিগুলি যে কেন্দ্রীয় পাহারায় থাকে, তা উল্লেখ করে মমতার তির, ‘কয়লা তো সিআইএসএফ পাহারা দেয়। রাজ্য পুলিশ পাহারা দেয় না। নরেন্দ্র মোদি আপনার পুলিশ, আপনার দফতর পাহারা দেয়। আপনার ক্যাডাররা তো করে খায়। আর বলছেন তৃণমূলের লোক মাফিয়া!’

বিজেপিকে পাল্টা আক্রমণ করে মোদিকে মমতার হুঁশিয়ারি, ‘কয়লা-দুর্নীতিতে আপনার লোকেরা যুক্ত আছে। ফাইলটা খুলব নাকি?’

একইভাবে এলপিজি গ্যাস কেলেঙ্কারি এবং গরু পাচারে বিজেপির লোক জড়িত বলে পাল্টা অভিযোগ এনে মমতার হুমকি, ‘আমার কাছে একটা পেন ড্রাইভ আছে। আমি যদি ওটা বাজারে ছেড়ে দিই, তা হলে কিন্তু গরু স্মাগলিং, কোল মাফিয়ার কথা নিয়ে অনেক কাগজ বেরিয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সাংসদ গরু পাচার নিয়ে ব্যবসা করছে। গরু পাচারে কোন কোন মন্ত্রী আর ক্যাডাররা যুক্ত, খাতাটা একটু খুলব নাকি?’ সূত্র: আনন্দবাজার পত্রিকা