আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোগরাপাড়ায় জুয়ার আস্তানায় অভিযান

সংবাদচর্চা রিপোর্ট:

সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১। অভিযানে ৫ জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন নারায়ণগঞ্জের মোঃ আমীর হোসেন (৩৭), মোঃ মুকুল হোসেন (৩৮), মোঃ শাহীন হোসেন (৪০), শ্রী নিকেশ চন্দ্র দাস (৩৯), লালমনিরহাটের মোঃ জহিদুল হক ওরফে জাইদুল (৩৮)। গত ৩ জুলাই তাদের গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার নগদ ৩১ হাজার ৬শত ৫৫টাকা এবং জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর এএসপি ( সিপিএসসি , আদমজীনগর) মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে , একটি সংঘবদ্ধ চক্র সোনারগাঁও থানার মোগরাপাড়া বাজারে (রমজান এর চায়ের দোকানের পিছনে) ফাঁকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। গ্রেফতারকৃতরা আরো জানায় তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত জুড়িদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।