সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৈকুলী এলাকার মদিনানগর জামে মসজিদ কমিটির উদ্যোগে ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শাহীন। শুক্রবার জুমার নামাজের পর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মসজিদ কমিটির উপদেষ্টা হাজী আলেক ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভুইয়া, ক্যাশিয়ার ডক্টর শাহজাহানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত করোনাভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জ । শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ২ জন। তারাব পৌরসভায় ৩ জন করোনা রোগী রয়েছে। রূপগঞ্জ উপজেলাকে লকডাউন করা হয়েছে। সরকারী বেসরকার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাড়ছে খাদ্য সংকট।