আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়র হাছিনা গাজীসহ কাউন্সিলরদের শপথ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার সাধারণ নির্বাচনে (২০২১) বিজয়ী মেয়র, কাউন্সিলর ,সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ শপথ নিয়েছেন।

সোমবার ( ৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্য়ালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়। তারাব পৌরসভার মেয়র হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী শপথ নিয়েছেন। তিনি দ্বিতীয় বারের মতো মেয়র হিসেবে শপথ নিয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন ১ নং (১,২,৩) ওয়ার্ডে লায়লা পারভীন, ২ নং ( ৪,৫,৬ ) ওয়ার্ডে মাহফুজা বেগম, ৩ নং ( ৭,৮,৯ ) ওয়ার্ডে জোসনা বেগম । সাধারণ কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির , ২ নং ওয়ার্ডে এড. জসিম উদ্দিন ভুঁইয়া, ৩ নং ওয়ার্ডে রাসেল শিকদার, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৫ নং ওয়ার্ডে হামিদুল্লাহ , ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া, ৭ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ডে আমির হোসেন ভুঁইয়া, ৯ নং ওয়ার্ডে আতিকুর রহমান।

মেয়র হাছিনা গাজীসহ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। শপথ শেষ হাছিনা গাজী বলেন, তারাব পৌরসভার অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করা হবে। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। কোনো অনিয়ম দুর্নীতি করতে দেব না। প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে তারাব পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়। এবার ভোট হয় ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে। মোট প্রার্থী ছিলো ৩৬ জন। তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন। তারাব পৌরসভার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি। মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি। তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ ভোট।